অন্যান্য

গাজীপুরসহ দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

  প্রতিনিধি 8 February 2025 , 1:35:43 প্রিন্ট সংস্করণ

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের জেরে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হচ্ছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ের সভা সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে।অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ