অন্যান্য

গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি, জেলা গোয়েন্দা (ডিবি)দুই কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ।

  প্রতিনিধি 2 March 2025 , 4:00:47 প্রিন্ট সংস্করণ

মোঃ মিন্টু:

গাজীপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ও দুই কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী মাসে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়।

কারাগারে পাঠানো পুলিশের সদস্যরা হলেন- গাজীপুর কোনাবাড়ী থানার সাবেক ওসি কেএম আশরাফ উদ্দিন, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীব।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয়কে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে তাঁদের গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে আরও অনুসন্ধান চলছে। আগামী মাসে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে

স্থানীয়রা জানিয়েছেন, এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ