প্রতিনিধি 16 September 2024 , 2:05:26 প্রিন্ট সংস্করণ
শামসুদ্দোহা
গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাকশ্রমিককে গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভাড়াবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাহেলা আক্তার (২৫) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার যাকতকুন্নি গ্রামের রুমালীর মেয়ে। তিনি মুলাইদ গ্রামের বাদল মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ব্লু প্ল্যান্ট নামক গার্মেন্টসে চাকরি করতেন। পলাতক স্বামীর নাম সুজন মিয়া (৩৫) ময়মনসিংহ জেলার তাঁরাকান্দা উপজেলার বাসিন্দা।স্থানীয় বাসিন্দা মহসিন আলী বলেন, পাঁচ দিন আগে রাহেলা ও তাঁর স্বামী মুলাইদ গ্রামের বাদল মিয়ার বাড়িতে ভাড়ায় ওঠেন। রাহেলা একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রোববার কোনো এক সময় রাহেলাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তাঁর স্বামী। পরে মরদেহ বিছানায় ফেলে পালিয়ে যান তিনি। রাতে বাড়ির লোকজন রাহেলার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পারিবারিক কলহের জেরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তাঁদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।