অন্যান্য

গাজীপুরের শ্রীপুর  মাওনা ক্যামব্রিয়ান স্কুলে অগ্নিকাণ্ডর 

  প্রতিনিধি 10 March 2025 , 10:38:54 প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ক্যামব্রিয়ান স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের ওই স্কুলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। ততক্ষণে মাওনা ক্যামব্রিয়ান স্কুলের পাঁচটি শ্রেণি কক্ষের বেঞ্চ, চেয়ার, টেবিল,বৈদ্যুতিক পাখা সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে পাঁচটি কক্ষ পুড়ে গেছে।
স্কুলের আয়া সাজেদা খাতুন বলেন, নামাজ ও খাওয়াদাওয়া শেষে ঘুমাতে যাবো। ঠিক রাত সাড়ে ১২টার দিকে একজন এসে জানাল স্কুলে আগুন লাগছে চাবি দিতে। পরে চাবি দিয়ে আমরা আগুন নিভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেই।”
মাওনা ক্যামব্রিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আবদুল খালেক বলেন,”হঠাৎ রাত পৌনে ১টার দিকে স্কুলের আয়া ফোন করে আগুন লাগার খবর জানান। এসময় গিয়ে দেখি স্কুলের পাঁচটি শ্রেণি কক্ষে থাকা সকল মালামাল পুড়ে গেছে। এতে সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে পাঁচটি শ্রেণিকক্ষ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ