অন্যান্য

গাজীপুরে আ. লীগ নেতা হাবিব চেয়ারম্যান গ্রেপ্তার হাবিবুর রহমান খান হাবিব

  প্রতিনিধি 27 October 2024 , 2:41:35 প্রিন্ট সংস্করণ

শামসুদ্দোহা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান হাবিবকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এলাকায় তিনি সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ডান হাত বলে পরিচিত ছিলেন।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাকে বাড়িয়া থেকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে রাতে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাবিবুর রহমান খান হাবিবের বিরুদ্ধে হিন্দুদের জমি দখল, মাছের খামার দখল, বিল ভরাট, মাদকসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগের আমলে পেশাগত দায়িত্ব পালনের সময় একাধিক সাংবাদিককে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে তার ব্যাপক ভূমিকা ছিল। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
জানা যায়, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হাবিবুর রহমান দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান ছিলেন।
তিনি গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সবচেয়ে ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। প্রতিমন্ত্রীর পরিচয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। তবে গত জাতীয় সংসদ নির্বাচনে চুমকিকে ছেড়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্তারউজ্জামানের পক্ষ নেন তিনি। এ জন্য দল থেকে তাকে বহিষ্কারও করা হয়।
চেয়ারম্যান হাবিবকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, হাবিবের বিরুদ্ধে একাধিক মামলা আছে। সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তবে আত্মগোপনে থেকেই চেয়ারম্যানের দায়িত্ব পালনও করছিলেন তিনি।

আজ শনিবার সকাল পৌনে ১০টায় জয়দেবপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জীবন জানান, হাবিব চেয়ারম্যান হাজতে আছেন। তাকে আজ আদালতে পাঠানো হবে

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ