প্রতিনিধি 2 December 2024 , 5:30:21 প্রিন্ট সংস্করণ
মোঃ মিন্টু মিয়া
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায়ে গাজীপুর সদর উপজেলায় যুবদল আনন্দ মিছিল বের করেছে।
বোরবার সন্ধ্যায় মনিপুর বাজার থেকে আনন্দ মিছিলটি বের হয়। মনিপুর থেকে বের হওয়া আনন্দ মিছিলটি তালতলী মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সহ বিভিন্ন নেতারা।
এই হামলা ২০০৪ সালে আওয়ামী লীগের প্রধান স্বৈরাচারি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল,যাতে ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়।
আজ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত যা বিএনপি এবং তার সহযোগী সংগঠনের মধ্যে আনন্দ ও উল্লাসের সঞ্চার করেছে।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।