অন্যান্য

গাজীপুরে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিন ইউনিট

  প্রতিনিধি 9 June 2025 , 3:27:40 প্রিন্ট সংস্করণ

শামসুদ্দোহা শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (৯ জুন) দুপুর সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, সোমবার দুপুর সোয়া ১টার দিকে আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটসহ তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় । এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ