অন্যান্য

গাজীপুরে দুর্ধর্ষ অপরাধ অপকর্মের গডফাদার ও চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী কামু কে গ্রেফতার

  প্রতিনিধি 2 December 2024 , 6:46:08 প্রিন্ট সংস্করণ

 

 

মোঃ মিন্টু মিয়া

 

গাজীপুর মহানগরের এরশাদ নগর এলাকায় দুর্ধর্ষ অপরাধ অপকর্মের গডফাদার ও চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী কামু কে গ্রেফতার হয়েছে। টঙ্গীর সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকারের রির্সোট থেকে।

 

টঙ্গীর সাবেক এমপি ও বিএনপির নেতা হাসান উদ্দিন সরকারের ভ্যানগার্ড(অনুসারী) দুর্ধর্ষ সন্ত্রাসী কামু গ্রেফতার হওয়ায় আনন্দ মিছিল ও কঠিন শাস্তির দাবি জানিয়ে করেছেন এরশাদ নগরের বাসিন্দা। এরশাদ নগরের অপরাধ জগতের নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত কামু বাহিনীর প্রধান কামরুল ইসলাম কামুকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ভোরে গাজীপুরের বাঘের বাজার এলাকার সাবাহ গার্ডেন নামক একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাবাহ গার্ডেন রির্সোটের মালিক টঙ্গীর সাবেক এমপি ও বিএনপির নেতা হাসান উদ্দিন সরকার।

 

কামরুল ইসলাম কামু টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি টঙ্গীর এরশাদ নগর এলাকার ৪ নম্বর ব্লকের তমিজ উদ্দিনের ছেলে। গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ২৪ মামলার সাজা প্রাপ্ত আসামি কামরুল ইসলাম ওরফে কামু। টঙ্গী এরশাদ নগর এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রণ গডফাদার কামু নিজ নামেই গড়ে তোলেন‘কামু বাহিনী’। এরশাদ নগর এলাকার বাসিন্দাদের কাছে আতঙ্কের প্রতিশব্দ ছিল কামু। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় অবৈধ অস্ত্র বেচাকেনা করায় ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি, বিস্ফোরক দ্রব্য আইনে দুটি, জোড়া হত্যা মামলাসহ ৩টি হত্যা মামলা, চাঁদাবাজি ঘটনায় একটি ও সরকারি সম্পত্তি দখলের অভিযোগে একটি ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে ৩টি মামলাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে।

 

গাজীপুর মহানগরী দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. আকবর আলী মুন্সি বলেন, সোমবার ভোরে কামু বাহিনীর প্রধান কামুকে গ্রেপ্তার শেষে গোয়েন্দা পুলিশের কার্যালয় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ