মোঃ মিন্টু
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গাজীপুরের বিভিন্ন শপিংমলে এবং ফুট পাতে জমে উঠেছে ঈদের বাজার।
ঈদের বাহারি পোশাকে ভরে উঠেছে অত্র এলাকার দোকানপাটগুলো। সকাল থেকে গভীররাত পর্যন্ত চলেছে বেচাকেনা। ব্যবসায়ীরা জানান, এবছর আগের কয়েকবছরের তুলনায় বেশি বেচাকেনা হচ্ছে। এবছর মেয়েদের পছন্দের পোশাকের তালিকার রয়েছে পাকিস্তানি ড্রেস গুলো। এ বছর তুলনামূলকভাবে পোশাকের দাম কম থাকায় ক্রেতাদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
এবছর ঈদ বাজারে সব বয়সি মানুষের সমাগম লক্ষ করা গেছে। তবে পুরুষের তুলনায় মহিলা ও শিশুদের ভীড় বেশি লক্ষ করা গেছে। ঈদ বাজার সম্পর্কে ক্রেতারা আমাদেরকে জানান,, তুলনামূলকভাবে এবছর পোশাকের দাম কম রয়েছে, তাই এ বছর আমার স্বাচ্ছন্দের সাথে পোশাকগুলো ক্রয় করতে পারছি।