অন্যান্য

গাজীপুরে পোড়াবাড়ি এলাকায় শাহ সুফি ফকির পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ

  প্রতিনিধি 14 September 2024 , 7:07:21 প্রিন্ট সংস্করণ

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি।

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পোড়াবাড়ি বাজার এলাকায় শাহ সুফি ফসিহ উদ্দিন পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পোড়াবাড়ি ও আশপাশের বেশ কয়েকটি এলাকার লোকজন মাজার ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়।

 

স্থানীয়রা জানান, দুপুরে মাজারের আশপাশে বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমামসহ আলেম-ওলামারা ভেকু দিয়ে মাজারটি ভাঙচুর করেন। হামলাকারীরা বিভিন্ন স্থাপনা ও কবরস্থান ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয় ও মাজারের আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় মাজারের পীর, খাদেম এবং ভক্তরা মাজার থেকে পালিয়ে অন্যত্র চলে যান। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

ভাঙচুরকারীদের দাবি, মাজারটি ইসলামবিরোধী কর্মকাণ্ড ও মাদক সেবনের আখড়ায় পরিণত হওয়ায় তারা এটি ধ্বংস করেছেন। তবে মাজারপন্থিদের দাবি, এই মাজারে শরিয়াহবিরোধী কাজকর্ম হতো না। ভক্তদের কাছ থেকে পাওয়া মাজারের টাকায় একটি মসজিদ পরিচালনা, মাদ্রাসায় অর্থ দেওয়াসহ অসহায় মানুষদের সহায়তা করা হয়। মাজারে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুপুর ২টার দিকে দুর্বৃত্তরা হামলা করে শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ