অন্যান্য

গাজীপুরে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারক আটক

  প্রতিনিধি 19 August 2025 , 12:15:33 প্রিন্ট সংস্করণ

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন (স্টাফ রিপোর্টার ~ টঙ্গী, গাজীপুর) :

গাজীপুরের টঙ্গীতে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী বাজার বিআরটিএ ফ্লাইওভার এলাকায় চেকপোস্টে সন্দেহজনকভাবে চলাফেরার সময় ওই ব্যক্তিকে থামায় টঙ্গী পূর্ব থানা পুলিশ। নিজেকে কনস্টেবল পরিচয় দিয়ে রাজারবাগে কর্মরত দাবি করলেও প্রদর্শিত আইডি কার্ড যাচাই করে সেটি ভুয়া প্রমাণিত হয়।

আটককৃত মো. রুবেল ওরফে সোহরাব আলী (৩৪), পিরোজপুর জেলার বাসিন্দা। পুলিশ জানায়, তার কাছ থেকে জব্দ করা হয়েছে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, পুলিশের নাম লেখা ফিল্ড ক্যাপ, একটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, রুবেল দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে প্রতারণা চালাচ্ছিলেন। সিডিএমএসে খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর শাহবাগ, দক্ষিণখান ও ধামরাই থানায় তার বিরুদ্ধে ডাকাতি, মাদক ও প্রতারণাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ