প্রতিনিধি 31 January 2025 , 8:38:14 প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধি:-মো: মিন্টু মিয়া:
গাজীপুরের সদর উপজেলার মনিপুর এলাকায় একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কারখানাটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে কেউ হতাহত হয়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘আজ দুপুরে গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় গিভেন্সি গ্রুপের জাহিন রিসাইক্লিং প্লান্ট কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন যাতে আর বাড়তে না পারে তার জন্য সম্মিলিতভাবে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।’