প্রতিনিধি 7 January 2025 , 4:58:50 প্রিন্ট সংস্করণ
মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি:
গাজীপুর শ্রীপুরে মাইক্রোবাস, ফকলিভ ও ট্রাকে ত্রিমুখী সংঘর্ষে আবুল মনসুর নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর একটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা মোহা সিএনজি পাম্পের পাশে এই ঘটনা ঘটে।
নিহত আবুল মনসুরের বাড়ি জামালপুর জেলার পুজিয়া গ্রামে। তিনি মাওনা এলাকায় ভাড়া বাড়িতে থেকে ইয়াসমিন টেক্সটাইল মিলে নিরাপত্তাকর্মীর চাকরি করতেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে তিনি ডিউটি শেষে বাড়িতে ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় মোহা সিনজির পাশে দাঁড়িয়েছিলেন এমন সময় বিপরীত দিক থেকে মাইক্রোবাস, ফকলিভ, ট্রাকে চাপা দিলে তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আয়ুব আলী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পারাপারের সময় ওই নিরাপত্তাকর্মী ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে মাইক্রোবাস-ফকলিভ-ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পলাতক গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতরে স্বজনদের আবেদনে পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষে প্রক্রিয়াধীন।