আইন আদালত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ নিহত দুই

  প্রতিনিধি 20 January 2025 , 2:46:04 প্রিন্ট সংস্করণ

 

শামসুদ্দোহা

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী সাংবাদিকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে।

 

 

রোববার (১৯ জানুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া বিমান বাহিনীর অফিসের ইউটার্নের কাছে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বাউনী গ্রামের মাসুদ রানা ও জাহিদ। নিহত মাসুদ রানা একুশের বাণী পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কাভার্ড ভ্যান উলটো পথে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ইউটার্ণের দিকে যাচ্ছিল, অপরদিকে দুইজন মোটরসাইকেলযোগে ইউটার্নের কাছাকাছি পৌঁছালে কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

 

নিহতদের লাশ শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ