অন্যান্য

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন!

  প্রতিনিধি 9 August 2025 , 10:06:35 প্রিন্ট সংস্করণ

মোঃইকারামুল হাসান ক্রাইম রিপোর্টার মাগুরা

মাগুরা সাংবাদিক সমাজ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও গাজীপুরে সাংবাদিক আছাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যাকারীর অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে।

মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে আজ শনিবার দুপুর ১২ টায় তারা এ মানববন্ধন করে।

মাগুরা সাংবাদিক সমাজ থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর আবু বাসার আকন্দ, দৈনিক প্রতিদিনের সংবাদ, সাংবাদিক মাসুম বিল্লাহ, বিজয় টিভির সাংবাদিক ওবায়দুর রহমান, শালিখা রিপোর্টার্স ইউনিটি সভাপতি আবু জাফর লাল, মাগুরা রিপোর্টাস ইউনিটির সভাপতি এইচ এম কামরুল হাসান, মাগুরা সাংবাদিক ইউনিয়ন এর উপদেষ্টা এম ফেরদৌস রেজা, সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন ইকরাম, সাংবাদিক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন গাজীপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায়’ সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা। আসামীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সেই সাথে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদপত্রের কাজ করার অধিকার দিতে হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ