মোঃ মিন্টু মিয়া,
বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে একটি পুকুর থেকে মা ও শিশু ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারীর পরনে ছিল নীল রঙের থ্রিপিস এবং ওই শিশুটির পরনে ছিল হলুদ রঙের টি শার্ট ছিল। তবে মরদেহ দুটির নাম পরিচয় এখনও শনাক্ত পারে করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে কলাবাথা এলাকায় পুকুর পাড়ে বল খেলছিল কয়েকজন শিশু। খেলার একপর্যায়ে তাদের বল পুকুরে পড়ে গেলে বল আনতে গিয়ে দুটি লাশ ভাসছে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা এসে পুকুরে মা এবং এক শিশুর লাশ ভাসতে দেখে তারা ৯৯৯ মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানা মৌচাক পুলিশ ফাড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, ৯৯৯ এর মাধ্যমে দুটি লাশ পাওয়া সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুটি মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন নারী আর একজন শিশু ছেলে রয়েছে। তাদের নাম পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে তার সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।