অন্যান্য

গাজীপুর কোনাবাড়িতে শিক্ষার্থী হৃদয় হত্যা ও রাসেল হোসেন হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে

  প্রতিনিধি 4 October 2024 , 6:42:55 প্রিন্ট সংস্করণ

মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শিক্ষার্থী হৃদয় হত্যা ও রাসেল হোসেন হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে কোনাবাড়ী মেট্রো থানা পুলিশ।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মহানগরীর বাইমাইল এলাকার মজিবুর রহমান এর ছেলে ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.নাজমুল আলম সবুজ (৩২) এবং বাঘিয়া নদীর পাড় এলাকার মৃত বছির উদ্দিন এর ছেলে ১১ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আব্দুল মালেক সরকার (৪২)।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।

কোনাবাড়ি মেট্রো থানার উপ পরিদর্শক উৎপল জানান, গত পাঁচ আগস্ট আলোচিত শিক্ষার্থী হৃদয় হত্যা মামলায় ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.নাজমুল আলম সবুজকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাসেল হোসেন নামের এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় ১১ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আব্দুল মালেক সরকারকে (৪২) গ্রেফতার দেখানো হয়েছে। আজ সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ