মিন্টু মিয়া,
বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে মো. ইসরাফিল (২৪) নামের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরে শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত ইসরাফিল উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. নাসিরের ছেলে।
জানা যায়, বাড়ি থেকে তাকে তুলে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে গায়ে গরম পানি ঢেলে নির্যাতন করা হয়। পরে শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন চিকিৎসা শেষে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা কামরুল হাসান লিটনকে প্রধান আসামি করে ৭ জনের নামে মামলা করেছেন। এছাড়াও ওই মামলায় অজ্ঞাত আরো ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে।
গাজীপুর শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান, নির্যাতনে এক যুবকের মৃত্যুর ঘটনায় ৭ জনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে এবং তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন।