সারাদেশ

গাজীপুর জয়দেবপুরের মনিপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন।

  প্রতিনিধি 4 February 2025 , 8:09:42 প্রিন্ট সংস্করণ

 

মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি:

 

গাজীপুর জয়দেবপুর থানার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। পূজামণ্ডপগুলোতে বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীরা বাণী অর্চনা ছাড়াও নানা আয়োজনে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীকে স্মরণ করেন। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এ প্রধান উৎসবকে ঘিরে সারাদিন গাজীপুর জেলা সহ দেশজুড়ে ছিলো ধর্মীয় আমেজ। রাজহাঁসে বসে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী আসেন এ দিনেই। তাই বিভিন্ন পূজামণ্ডপ ছাড়াও জাতীয় প্রেস ক্লাব, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে তৈরি মণ্ডপে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানমালায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা।

 

গাজীপুরে মনিপুর খাসপাড়া মন্দিরে সরস্বতী পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির (সভাপতি) রতন চন্দ্র বর্মন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

 

 

 

হিন্দু ধর্মগুরুরা বলেন, প্রতিবছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবাহন করা হয়। ঢাক-ঢোল-কাঁসর আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠে গাজীপুর সহ সারা দেশের বিভিন্ন পূজামণ্ডপ। পূজা উপলক্ষ্যে সকাল থেকেই পূজা মন্ডপে মুখরিত হয়ে উঠে ভক্তদের পদচারণায়। এতে পরিবারের সদস্যদের নিয়ে পুষ্পাঞ্জলি নিতে আসেন। দিনব্যাপী এ আয়োজনে আসা ভক্তদের জন্য রাখা হয় প্রসাদের ব্যবস্থা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ