অন্যান্য

গাজীপুর টঙ্গীতে যুব মহিলা লীগ নেত্রীর লাশ উদ্ধার

  প্রতিনিধি 2 November 2024 , 3:09:55 প্রিন্ট সংস্করণ

মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে এক যুব মহিলা লীগ নেত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিহতের লাশ উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

 

নিহত নেত্রীর নাম তানজিলা খানম লাকী (৩৫)। তিনি বগুড়ার নন্দীপাড়া থানার দমদমা গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে। লাকী টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আউচপাড়া এলাকায় আমির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন লাকী। তাদের সংসারে একটি মেয়ে ও দুটি ছেলে সন্তান রয়েছে।

 

জানা গেছে, সুমন আর লাকী প্রেম করে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকেই সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ করে সুমন আমার বোনকে মারধর করতেন। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে লাকী আলাদা থাকার চিন্তা করেন। বুধবার রাতে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি, লাকী গলায় ফাঁস দিয়ে ঝুলছে আর সুমন ঘুমাচ্ছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে আত্মহত্যা করা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী সুমন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ