খেলার খবর

গাজীপুর তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কালীগঞ্জে উপজেলায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত

  প্রতিনিধি 31 January 2025 , 8:42:44 প্রিন্ট সংস্করণ

 

 

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি:

 

গাজীপুর কালীগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পর্যায়ের ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

 

নাগরী ইউনিয়ন বনাম জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলাটি ড্র হয়। নাগরী ইউনিয়নের পক্ষে তমাল ও জাঙ্গালিয়ার খেলোয়াড় জোবায়ের গোল করেন।

 

টাইব্রেকারের মাধ্যমে জাঙ্গালিয়া ইউনিয়ন ৪-৩ গোলে নাগরী ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায়। বক্তারপুর ইউনিয়নের সাথে মোক্তারপুর ইউনিয়নের টুর্নামেন্টের দ্বিতীয় কোয়াটার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ড্র হয়। টাইব্রেকারে উভয় দল ৩-৩ গোলে ড্র করে। পুনরায় ১-১ গোলে ড্র। আবার ০-০ গোলে খেলাটি ড্র হয়। পরে মোক্তারপুর ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে উর্ত্তীন হয়। টুর্নামেন্টের তৃতীয় খেলায় বাহাদুরসাদী ইউনিয়ন ২-০ গোলে তুমলিয়া ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। জয়সূচক গোল দুটি করেন বাহাদুরসাদী ইউনিয়নের খেলোয়াড় মো.সফিকুল ইসলাম ও মো.সাকিব।

 

খেলায় উপস্থিত ছিলেন ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব ও যুব উন্নয়ন অফিসার মো.ইসমাঈল ভূইয়া, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমবায় অফিসার মো.আতাউর রহমান, নাগরী ইউনিয়ন পরিষদে প্রশাসক ও উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব বাগমার, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইয়াছিন মোল্লা, উপজেলার সমন্বয়ক মো.নাদিম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহিদ হাসান মানু প্রমুখ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ