বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:
গাজীপুরের শ্রীপুরে আগুনে এক আওয়ামীলীগ নেতার স্ত্রী মৃত্যুর ২মাসের মাথায় ফের তাঁরই ভাড়া দেওয়া বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এতে একটি মুদি দোকানসহ পুড়ে গেছে ১২টি কক্ষ।
দিবাগত গভীর রাত আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড গ্ৰামের ভাড়া দেওয়া বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত হাশেম প্রধান পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের আব্দুল গফুর প্রধানের ছেলে। তিনি পৌর আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক। কেওয়া গ্রামে ভাড়া দেওয়া বাড়িটির প্রতিটি কক্ষে শ্রমিকরা ভাড়ায় থাকতেন।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় মো. ফাহাদ বলেন,’ গভীর রাতে ওই বাড়িটির একটি কক্ষে আগুন দেখা যায়। খুব দ্রুত সময়ের মধ্যে আগুন আশপাশে ছড়াতে থাকে। স্থানীয় লোকজন আগুন নেভাতে কাজ শুরু করে। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে, এর আগেই পুড়ে গেছে ১২টি কক্ষ।’ফাহাদ আরও বলেন, গেটের বাইর থেকে আটকানো ছিল এবং পূর্ব শত্রুতা করে আগুন লাগিয়ে দিতে পারে বলে আমাদের ধারণা । আগুনে ঘরের পাশে থাকা একটি মুদি দোকান পুড়ে গেছে। সব মিলিয়ে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আহত হয়েছেন ৪ জন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।’এ বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে ভুক্তভোগীর মোবাইলে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনস্পেকটর আবুল কালাম আজাদ বলেন, রাত পৌনে ৩টার দিকে ওই এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে মাওনা ফায়ার সার্ভিসের ২ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
‘প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসের ২০ তারিখে আবুল হাশেম প্রধানের থাকার ঘরে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যান তাঁর স্ত্রী শামসুনাহার। আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শিশুপুত্র সানোয়ার প্রধান।