অন্যান্য

গাজীপুর শ্রীপুরে আল আরাফ হাসপাতাল রোগীদের জন্য আশীর্বাদ 

  প্রতিনিধি 6 March 2025 , 1:53:35 প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি, মোঃ মিন্টু:
গাজীপুর জেলার শ্রীপুরের আল আরাফ হাসপাতাল রোগীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে।  কারণ শ্রীপুর উপজেলা সদরে রেলগেটের পূর্ব পাশে এটি একমাত্র হাসপাতাল যেটি রোগীদের জন্য আলাউদ্দিনের চেরাগের মতো। কেননা শ্রীপুর রেলগেট এর পূর্ব পাশের জরুরি  রোগীরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেলগেটের যানজটের কারণে যথাসময় পৌছতে পারে না। অনেক মুমূর্ষু রোগীকে নিয়ে তার স্বজনদেরকে রেলগেটে রেল স্টপিজের জন্য কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। রেল ক্রসিং না থাকলেও অস্বাভাবিক যানজটের কারণে রোগীদেরকে নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছতে কমপক্ষে আধা ঘন্টা সময় এমনিতে লেগে যায়। এতে করে অনেক মুমূর্ষ রোগী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছার আগেই বিনা চিকিৎসায় মারা যায়। এই সমস্যার বিপরীতে বিশেষ করে গোসিংগা ইউনিয়নের পটকা,নতুন পটকা,বাউলী,খিলপাড়া, গাজিয়ারন,পাঁচলটিয়া,পেলাইদ, উত্তর পেলাইদ,বরামা,লতিফপুর, খোজেখানী,মাটিয়াগাড়া,হায়াতখার চালা, নারায়ণপুর সহ কাপাসিয়া উপজেলা সিংহশ্রী, ভূলেশ্বর,দরদরিয়া,দ্বিগধা,আমরাইদ সহ আরো অনেক গ্রামবাসীর জন্য এই হাসপাতাল চিকিৎসার একটি অভয়ারণ্য।এই সকল এলাকার রোগীরা অতি সহজেই যানজটবিহীন অতি অল্প  সময়ে এই হাসপাতালে পৌঁছতে পারেন এবং সহজেই তাদের প্রাণ রক্ষা পায়।এখানে প্রতিদিন দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ থেকে একজন করে বিশেষজ্ঞ ডাক্তার আসেন।পরীক্ষা নিরীক্ষার জন্য রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ল্যাব।এখানে জরুরী প্রয়োজনীয় ১২ চ্যানেল ইসিজি সহ সকল পরীক্ষার ব্যবস্থা বিদ্যমান। এই হাসপাতালের বিশেষত্ব: হলো এটি সমগ্র শ্রীপুর উপজেলার একমাত্র হাসপাতাল যেখানে বিভিন্ন প্রকার থেরাপী দেওয়া হয়। থেরাপির জন্য সমগ্র  শ্রীপুর উপজেলার সকল রোগীদের এই হাসপাতালই একমাত্র ভরসা জায়গা

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

খোলা আকাশের নিচে রোদে পুড় বৃষ্টিতে ভিজে একাকার সার

ছাত্রদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলো শিবির

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সাত দফা দাবিতে করিমগঞ্জে ইসলামী আন্দোলনের গনসমাবেশ 

ঢাকা সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, ১৫ কারখানায় ছুটি”