মোঃ মিন্টু
এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে সারাদেশের ন্যায় গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে উপজেলা নির্বাচন অফিস।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করেন তারা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা তুজ জোহরা, অফিস সহকারী মোঃ গোলজার হোসেন, অফিসের সকল ডাটা এন্ট্রি অপারেটর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জানা যায়, গত ৬ মার্চের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বেঁধে দেওয়া সময়ে সরকারের পক্ষে দৃশ্যমান চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়। এসময় এনআইডি আলাদা কমিশনে নেওয়ার প্রস্তাবের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
সঙ্গত, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবা সহজ করতে ‘সিভিল রেজিস্ট্রেশন’ নামে একটি নতুন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগসহ বিভিন্ন অংশীজনদের মতামত নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে, বিগত সরকার এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার জন্য আইন করেছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার ওই আইন বাতিল করে এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে ফিরিয়ে দেয়। এখন আবারও সরকার এনআইডি আলাদা কমিশনের অধীনে রাখার পরিকল্পনা করছে।এরপর থেকেই এর বিরোধিতা করে নানা কর্মসূচী ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ১২ মার্চের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা না নিলে ১৩ মার্চ থেকে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেন তারা।