প্রতিনিধি 23 April 2025 , 3:00:41 প্রিন্ট সংস্করণ
মোঃ মিন্টু
গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় সিএনজি চালিত অটোরিকশা। এতে আনসার আলী (৬৫) নামের এক দিনমজুর নিহত হন এবং আহত হন আরও তিনজন।
বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উজিলাব এলাকার ন্যাশনাল পোল্ট্রি গেইট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনসার আলীর বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার চক পলাশবাড়ী সর্দারপাড়া গ্রামে। তিনি দিনমজুরের কাজ করতেন। আহতদের মধ্যে একজন সিএনজির চালক ও বাকিরা রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং তারাও দিনমজুর বলে জানিয়েছেন নিহতের স্বজন শাহিন মিয়া।
স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন জানান, “ভোরের দিকে চারজন শ্রমিক নিয়ে বরমীগামী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনসার আলী মারা যান এবং বাকি তিনজন আহত হন।”
আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসমা উল হোসনা বলেন, “আনসার আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে গাজীপুর রেফার্ড করা হয়েছে।”
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এবং হাসপাতালে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”