অপরাধ

গাজীপুর শ্রীপুরে হাত পা বেঁধে শিক্ষিকাকে বিনীত ভাবে বললো,মেডাম যা আছে দিয়ে দেন

  প্রতিনিধি 1 February 2025 , 4:12:18 প্রিন্ট সংস্করণ

 

মোঃ মিন্টু মিয়া,বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে স্বামীর হাত বেঁধে এক স্কুল শিক্ষিকার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।এসময় ডাকাতেরা ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭০ হাজার টাকা নিয়ে গেছে।

 

শনিবার(১ ফেব্রুয়ারি)গভীর রাত ৩টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের রাজিব হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে। রাজিব হাসান ওই গ্রামের রমজান আলী খানের ছেলে।তাঁর স্ত্রী শাম্মি আক্তার দক্ষিণ বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রাজীব হাসানের বোন সুমনা শারমিন বলেন,’গতকাল শুক্রবার আমার মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে আত্মীয়স্বজন সবাই ওই বাড়িতে আসেন।অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সবাই যার যার বাড়িতে চলে যান।এরপর রাতে ওই বাড়িতে কেবল আমার ভাই,ভায়ের স্ত্রী ও দুই সন্তান ছিলেন।দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের থাকার ঘরের দজা খুলে যায়। এ সময় অস্ত্রধারী অন্তত ১২ থেকে ১৪ জন ঘরের ভেতরে প্রবেশ করে।তারা ভেতরের ঢুকেই তার ভাইয়ের হাত পেছনে নিয়ে বেঁধে ফেলে। এরপর ডাকাত দলের একজন বিনয়ের সাথে বললো,মেডাম ঘরে যা যা আছে দিয়ে দেন। ডাকাত সদস্যরা ওই বাড়ির ৪টি কক্ষের সবগুলোতে তন্ন তন্ন করে খুঁজে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায।এ সময় ডাকাত দলের সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কথা বলতে নিষেধ করেন।

 

সুমনা শারমিন আরো বলেন,’আমাদের আধাপাকা বাড়িটির বারান্দার গ্রিলে ভেতরে তালা দেওয়া ছিল।ডাকাতেরা বারান্দার গ্রিলের ভেতরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।এরপর শক্ত কিছু দিয়ে কাঠের তৈরি দরজাটি ভেঙে ফেলে।তবে ডাকাতিকালে কাউকে মারধর করেনি তারা।’

স্থানীয়রা জানান,সম্প্রতি সময়ে এ উপজেলায় প্রায় প্রতিদিনই চুরির ঘটনা ঘটছে।গত কয়েক মাস ধরেই রীতিমতো আতঙ্কে দিন কাটছে লোকজনের। গবাদিপশু সহ মূল্যবান সম্পদ খোয়া যাচ্ছে। প্রশাসনিক ভাবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিৎ।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন,’ ডাকাতির বিষয়টি আমার জানা নেই।খবর নিয়ে দেখি।তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

মান্দায় ট্রাক্টরের চাপায় ভ্যানচালক নিহত

ধর্ষনের শিকার স্কুল ছাত্রীর আত্নহত্যা, জামিনে বেরিয়ে বাদীকে আসামীর হুমকি, বিচারের দাবিতে মানববন্ধন// ধর্ষণের শিকার স্কুলছাত্রীর আত্মহত্যা, মামলা তুলে নিতে জামিনে মুক্ত আসামির হুমকি-মানববন্ধনে শাস্তির দাবি

কুড়িগ্রাম ভুরুঙ্গামারী মহিলা কলেজে বনভোজন

দেশে নির্মিত হতে যাচ্ছে উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি উচ্চমানের নার্সিং ফ্যাকাল্টি প্রতিষ্ঠার জন্য সরকার একটি ভিত্তি স্থাপন করতে যাচ্ছে।

সরকার বদল, চাঁদাবাজি বহাল: কড়াইল বস্তিতে নিয়ন্ত্রণ এখন নতুন সিন্ডিকেটের হাতে

কুড়িগ্রাম নাগেশ্বরীতে অটো চালককে  হত্যার ঘটনায় আটক -১