বিশেষ প্রতিনিধি , মোঃ মিন্টু:
আজ ১৪ই ফেব্রুয়ারী শুক্রবার, আজ একটি বিশেষ দিন, একে অপরকে প্রপোজ করার দিন ও ভালোবাসার দিন, সমস্ত ইয়ং ছেলে মেয়েরা একে অপরকে ফুল ও উপহার দিয়ে নিজেদের বন্ধনে আবদ্ধ হয় , একে অপরকে ভালোবেসে পথ চলা শুরু করে। ঘরের গোণ্ডী ছাড়িয়ে আজকের দিনে তারা কোথাও গিয়ে কিছুটা সময় আড্ডায় মেতে উঠে।
কয়েকদিন আগে থেকেই সেজে উঠেছে বড় বড় শপিং মল থেকে শুরু করে, সোনার দোকান, গিফটের দোকান ও ফুলের দোকান এবং সুন্দর সুন্দর মন ভরানো ডল পুতুলের দোকান,
জমিয়েছে ছেলেমেয়েরা তাদের পছন্দের জিনিস কিনতে একে অপরকে উপহার দেওয়ার জন্য। তার সাথে সাথেই জমে উঠেছে শপিংমল গুলিও, কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ কেনাকাটায় ব্যস্ত, আবার কেউ কেনাকাটার পর ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, এই নিয়েই আজকের দিনটি মেতে উঠেছে গাজীপুর সহ সারা দেশে। সকাল থেকেই সেজেগুজে বেরিয়ে পড়েছে একে অপরকে সঙ্গে নিয়ে রাজপথে ও দোকানে দোকানে, ভালোবাসার দিনটি পালন করার জন্য, একে অপরকে ফুল দিয়ে তাদের ভালোবাসাকে স্মরণ করে রাখার জন্য, এখান থেকেই শুরু হয় জীবনের প্রথম ভালবাসার দিনটি।
গাজীপুর জেলা সহ সারা দেশে বিভিন্ন মার্কেট গুলিতে জমে উঠেছে কেনাকাটার ভিড়ে। শুধু তাই নয় বিভিন্ন ছোট বড় পার্ক গুলিতেও ভীর চোখে পড়ার মত এবং সাফারি পার্কে প্রভৃতি জায়গায়।
সারাদিন ধরেই হইহুল্লোড় ,মজা, খাওয়া দাওয়া, আর গল্প নিয়েই আজকের দিনটি পালিত হলো। ভালোবাসার দিন হিসাবে।
প্রশাসনিক তরফ থেকেও প্রতিটি মার্কেটে ও দর্শনীয় স্থানে নজরদারী চালাচ্ছেন, যাতে কোনরকম গন্ডগোল না হয়, কোনরকম বিপদ না ঘটে।