প্রতিনিধি 19 March 2025 , 5:19:47 প্রিন্ট সংস্করণ
মো. আসাদ উল্লাহ
গাড়াগঞ্জ সাংগঠনিক থানা শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রকাশনা সম্পাদক জাকারিয়া ভূঁইয়া, গাড়াগঞ্জ সাংগঠনিক থানা শাখার সভাপতি মো. মহিব্বুল্লাহ আল আজাদ, অফিস সম্পাদক নবীর হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠানে আলোচকরা দাওয়াতের গুরুত্ব, হজরত ইউনূস (আ.)-এর দাওয়াত, আল্লাহর পথে আহ্বান, ইসলামী আন্দোলন ও ক্যারিয়ার এবং আত্মমর্যাদা ও মান উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি রাশেদুল ইসলাম রাফি কর্মীদের উদ্দেশ্যে নসীহা প্রদান করেন এবং তাদেরকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন ও শিরক থেকে দূরে থাকার তাগিদ দেন।