অন্যান্য

গানে গানে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ

  প্রতিনিধি 14 April 2025 , 7:44:43 প্রিন্ট সংস্করণ

 

 

দখলদার ইসরাইলিদের অব্যাহত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছে বাংলাদেশের জনগণ। বিশ্বের আপামর জনতার সঙ্গে ঘৃণা ও নিন্দা জানানো হচ্ছে বাংলাদেশ থেকেও। কেউ প্রতিবাদ জানাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ মিছিলে অংশ নিয়ে। এবার গানে গানে ইসরাইলের সেই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন মেধাবী সংগীত পরিচালক জাহিদ নিরব।

 

‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কণা, আতিয়া আনিসা ও জাহিদ নিরব। কোরাস অংশে গলা মিলিয়েছেন মাহাভি, নিবিড়, তুষার ও নাঈম।আর কত প্রাণ ঝরলে, থামবে এই অন্যায়/ আর কত নিথর দেহ ভাসবে রক্তের বন্যায়…’। এমন কথার গানটি লিখেছেন তুষার রহমান। সুর ও সংগীতায়োজন জাহিদ নিরবের। গত বৃহস্পতিবার গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জাহিদ নিরবের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

 

গানটি প্রকাশ করে জাহিদ নিরব লিখেন, ‘গাজার অসহায় মানুষের হয়ে তোলা একটুখানি প্রতিবাদ। তাদের কান্না আমাদের শোনার দায় আছে। তাদের বাঁচানোর চেষ্টায় আমাদের সামান্য কণ্ঠটা যদি কিছু বলতে পারে—সেটাই আমাদের সার্থকতা। গাজার জন্য প্রার্থনা করুন। ন্যায়ের পাশে থাকুন। মানবতার পাশে থাকুন’।জাহিদ নিরব আরো বলেন, প্রতিবাদের তিনটি ভাষা আছে—একটি হলো নীরবতা, দ্বিতীয়টি হলো শব্দ আর তৃতীয়টি হলো রক্ত। আমরা শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ করেছি। এটা কেবল একটা গান নয়, এটা এক ধরনের আর্তনাদ, এক চিৎকার—নিষ্পাপ শিশুদের, মায়েদের, আর হাজারো নিঃস্ব মানুষের হয়ে। যখন গাজায় প্রতিদিন লাশ পড়ে, তখন আমাদেরও কিছু বলা উচিত। আমরা যুদ্ধ চাই না, চাই না মৃত্যু। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে গলা তো তুলতেই হবে। এই গান সেই সাহসিকতার ছোট্ট প্রকাশ।’

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ