মোঃ সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার গাবতলা বাজারের ফটোস্ট্যাট দোকানের স্বত্বাধিকারী ও এলাকায় পরিচিত মুখ মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গাবতলা বাজার মসজিদ ও রানিং ইউনিয়ন পরিষদের পাশেই দীর্ঘদিন ধরে ফটোকপি ও কম্পিউটারসংশ্লিষ্ট সেবা দিয়ে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিনি অসুস্থ অবস্থায় হঠাৎ পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
তার এই অকাল মৃত্যুতে গাবতলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বহুদিন ধরে তিনি সেবা ও বিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও পরিচিতজনরা তার দোকানে ছুটে আসেন এবং শোক প্রকাশ করেন।
তার নামাজে জানাজার সময় ও স্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন — আমিন।