অন্যান্য

গুরুদাসপুরের গোলাম মোস্তফা অপহরণ: একদিন পর অক্ষত অবস্থায় উদ্ধার, জমিজমা বিরোধে সন্দেহ

  প্রতিনিধি 15 July 2025 , 1:25:26 প্রিন্ট সংস্করণ

এস এম পারভেজ তালুকদার।

গুরুদাসপুর উপজেলার দেবোত্তর গরিলা গ্রামের বাসিন্দা মৃত্যু শুকুর আলীর ছেলে গোলাম মোস্তফা (৫০) গত ১৪ জুলাই সকালে নাটোর সদর উপজেলার মাদরাসা মোড় এলাকা থেকে গামছা দিয়ে মুখ বেঁধে অপহরণের শিকার হন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সময় সকাল প্রায় ১১টা বাজে।

পরদিন ১৫ জুলাই সকাল ৯টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে র‌্যাব। পরে র‌্যাব সদস্যরা গোলাম মোস্তফাকে গুরুদাসপুর থানায় নিয়ে গেলে সেখান থেকে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর গোলাম মোস্তফার পরিবার গুরুদাসপুর থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) করেন। গোলাম মোস্তফা জানান, তার আত্মীয়দের মধ্যে জমি-সংক্রান্ত পুরনো একটি মামলা চলমান রয়েছে। তিনি অভিযোগ করেন, তার বংশের ভাই রমজান আলী, ফয়সাল, ফারুক ও ফিরোজ মিলে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাকে অপহরণ করিয়েছে বলে তার ধারণা।

তিনি আরও বলেন, “আমি চাই এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আমি ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।# ১৫.০৭.২৫

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ