এস এম পারভেজ তালুকদার,
নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস বিভাগ। বুধবার(৭ আগষ্ঠ) মা ও পোনামাছ রক্ষায় দিনভর চলনবিলের বিভিন্ন খাল ও নদীতে ওই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। এসময় মৎস কর্মকর্তা রতন সাহা ও তাঁর কার্যালয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জানাগেছে,চলনবিলের গুরুদাসপুর অংশের পিপলা,বিলসা,হরদমা খাল ও আত্রাই নদীর রাবারড্রাম ও সাবগাড়ী অংশে উপজেলা প্রশাসন,মৎস বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অভিযানে ৬৫ টি চায়না দুয়ারী,৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব জালের বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০হাজার টাকা। সন্ধ্যায় জব্দকৃত জালগুলো পৌরসদরের নন্দকুঁজা নদীর তীরে চাঁচকৈড় বাজারের নতুন গো হাটিতে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা রতন সাহা বলেন, চায়না ও কারেন্ট জাল ব্যবহারের ফলে দেশীয় মাছ বিলুপ্তির পথে। মা ও পোনামাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”