অন্যান্য

গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

  প্রতিনিধি 18 August 2025 , 4:25:50 প্রিন্ট সংস্করণ

এস এম পারভেজ তালুকদার,

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে র‌্যালি, পোনামাছ অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম আলমাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও বিএডিসি প্রকৌশলী মো. সাইদুর রহমান।

এসময় বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলার ছয়টি ইউনিয়নের মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সফল মাছচাষীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।#

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ