প্রতিনিধি 26 August 2025 , 4:26:18 প্রিন্ট সংস্করণ
এস এম পারভেজ তালুকদার।
নাটোরের গুরুদাসপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়ের বিরুদ্ধে বোনকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রবিবার ভোর ৫টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দক্ষিণ নাড়িবারি গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী ফিরোজা বেগমকে তার আপন ভাই, একই ইউনিয়নের সিধুলী ঘোষপাড়ার মৃত চাঁন মোহাম্মদের ছেলে আব্দুল মালেক (৩২), ধারালো ছুরি নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ফিরোজার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত মালেক ছুরি ফেলে পালিয়ে যায়।
পরে ফিরোজার স্বামী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ২৫ আগস্ট সোমবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ঘটনার প্রতিবাদ জানান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামির গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
ফিরোজা বেগম অভিযোগ করে বলেন, “আমার আপন ভাই আব্দুল মালেক পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছে। মেপে দেওয়া সত্ত্বেও আমার জায়গার ওপর জোরপূর্বক ঘর তুলছে এবং আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। সেই বিরোধের জের ধরেই আমাকে হত্যার চেষ্টা চালিয়েছে।”
অন্যদিকে অভিযুক্ত আব্দুল মালেক অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আমার প্রাপ্য সম্পত্তি অনুযায়ী সীমানা গেঁড়ে ঘর করছি। আমি কখনো বোনের বাড়িতে যাইনি কিংবা তাকে হত্যার চেষ্টা করিনি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”#