প্রতিনিধি 28 August 2025 , 4:07:14 প্রিন্ট সংস্করণ
এস এম পারভেজ তালুকদার।
নাটোরের গুরুদাসপুরে ভুয়া কাবিন রেজিস্ট্রার তৈরি ও বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে এক প্রতারক কাজিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গুরুদাসপুর পৌরসভার উত্তর নারিবাড়ি এলাকার মৃত কেফাত মোল্লার ছেলে মো. আব্দুল লতিফ কাজি (৫৪)। তার অফিস ও বাসা তল্লাশির সময় ভুয়া রেজিস্ট্রার উদ্ধারসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ মেলে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২২৮ ধারায় দোষী সাব্যস্ত করে বিবাহ নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ। সহযোগিতায় ছিলেন গুরুদাসপুর থানা পুলিশ ও আনসার বাহিনী।
স্থানীয়রা জানান, লতিফ কাজি দীর্ঘদিন ধরে গোপনে বাল্যবিয়ে পড়ানোসহ বিভিন্ন ধরনের জালিয়াতি কার্যক্রমে জড়িত ছিলেন। তার শাস্তির ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ বলেন, “বাল্যবিয়ে ও প্রতারণায় প্রমাণিত হওয়ায় লতিফ কাজিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”#