প্রতিনিধি 21 March 2025 , 3:42:25 প্রিন্ট সংস্করণ
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, এস এম পারভেজ তালুকদার।
আজ (২১ মার্চ) শুক্রবার বিকেল আনুমানিক ৩ ঘটিকায় রাজশাহী-চাঁপাই হতে ছেরে আসা ঢাকা গামী আর পি পরিবহন ৩ নং মশিন্দা ইউনিয়নের ১০ নং ব্রিজ সংলগ্ন রাস্তায় দাড়িয়ে ছিল। অপরদিকে সিরাজগঞ্জ থেকে ছেরে আসা ১ টি মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দিলে বাসটি প্রায় ৪০ মিটার গভীর খাদে পরে যায়।
ঘটনাস্থলে মামুন (৩৫) নামে এক সেনা সদস্য নিহত হন। জানা যায় মামুন নাটোর, লক্ষিপুর, বড় বাড়িয়া বাসিন্দা মৃত তছিমুউদ্দিনের ছেলে।
লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নাটোর মর্গে পাঠানো হয়েছে।
বাসে পরিবহনরত যাত্রীদের মধ্যে ১০-১২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
কর্তব্যরত হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে । তবে উভয় পরিবহনের চালক ও হেল্পার পলাতক।