অন্যান্য

গুরুদাসপুরে মামলা তুলেনিতে শিক্ষকের উপর হামলা।

  প্রতিনিধি 21 July 2025 , 1:09:28 প্রিন্ট সংস্করণ

এস এম পারভেজ তালুকদার।

নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতা ও মামলা প্রত্যাহারের হুমকির জেরে এক স্কুলশিক্ষকের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০ জুলাই রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া এলাকায় রেফাজউদ্দিনের পুকুরের সামনে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সোনাবাজু গ্রামের মৃত্যু আজাহার প্রাং এর ছেলে আব্দুর রাজ্জাকের (৫৭) ওপর হামলা চালায় সোনাবাজু গ্রামের খবিরউদ্দিনের ছেলে সোহানুর রহমান (২২), বিয়াঘাট শিয়ানপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে লিটন হোসেন (৪০), মৃত আজিজলের ছেলে জাহিদুল ইসলাম (৩৫) সহ আরও অজ্ঞাতনামা ৩/৪ জন।

আহত শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, হামলাকারীরা লোহার পাইপ, হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। চলাচলরত পথচারীদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুদাসপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ২১ জুলাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন তিনি।

আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, “কিছুদিন আগে আমার মেয়েকে সোহানুর রহমান অপহরণ করে। এ ঘটনায় থানায় মামলা করি। সেই মামলার আসামিরাই পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায় এবং পিস্তল ঠেকিয়ে মামলা তুলে নিতে হুমকি দেয়।”

অন্যদিকে অভিযুক্ত সোহানুর রহমানের মা দাবি করেন, “শিক্ষকের মেয়ে ও আমার ছেলের প্রেমের সম্পর্কের পর তারা নিজেরাই বিয়ে করে। এখন শিক্ষক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। আমার ছেলে ঢাকায় চাকরি করে এবং ঘটনার সময় ঢাকায় ছিল। গতকালের হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”#

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ