প্রতিবেদকঃ এস,এম পারভেজ তালুকদার
দীর্ঘ ২৫ বছর পর গুরুদাসপুর উপজেলায় অনুষ্ঠিত হলো শ্রমিক ইউনিয়নের নির্বাচন। গুরুদাসপুর উপজেলা বন্দরনগরী চাঁচকৈড় বাজারে রাজমিস্ত্রী ও ইলেকট্রনিক্স শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৩/৫/২৫ ইং শুক্রবার সকাল ৮টার সময় রাজমিস্ত্রী ও ইলেকট্রনিক্স নিজ অফিস কার্যালয় চাঁচকৈড় বাজার নতুন গরুহাটা অনুষ্ঠিত হয়েছে।
২৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে গুরুদাসপুর উপজেলা রাজমিস্ত্রী ও ইলেকট্রনিক শ্রমিক ইউনিয়নের নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন সাধারণ ভোটাররা। মোট ভোটার সংখ্যা ৫৪৯ জন শ্রমিক,মোট পদ সংখ্যা ১৩টি এবং ভোটে প্রতিদ্বন্দ্বী করেছেন ১৫ জন উল্লেখিত সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দ্বী করেছেন, এর মধ্যে মোঃ উজ্জ্বল হোসেন, আনসার মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন৮৭ টি এবং মোঃ মনসুর রহমান, ঘোড়া মার্কা প্রতিক নিয়ে প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৮১ টি ভোটপেয়ে সভাপ্রতি পদে বিজয়ী হয়েছেন।
এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী করেছেন ২ জন মোঃফরাদ আলী শেখ, দেয়াল ঘড়ি মার্কা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছে ২৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছে, ও তার প্রতিদ্বন্দ্বী মোঃ জিল্লুর রহমান, মোমবাতি প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২২০ টি,সহ সভাপ্রতি পদে প্রতিদ্বন্দ্বী করেছেন ২ জন মোঃ আব্দুল লতিব ইসলাম, উড়োজাহাজ মার্কা প্রতিক নিয়ে মোট ভোট পেয়েছেন ২২৩ টি এবং তার প্রতিদ্বন্দ্বী মোঃ সাজেদুর ইসলাম, চেয়ার মার্কা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন প্রাপ্ত ভোটের সংখ্যা ২৪২টি,সর্ব মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৮২ টি মোট বৈধ ভোটের সংখ্যা ৪৬৮ টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ১৪ টি কোষাধ্যক্ষ পদে মোঃ আবু সাঈদ শেখ, তার কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিজয় লাভ করেছেন।
নির্বাচিত সকল শ্রমিক নেতারা বলেন আমরা দীর্ঘ ২৫ বছর আমাদের সকল অধিকার এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তাই আমার সকল শ্রমিক ভাইদের কল্যাণ কাজ করবো একি সঙ্গে সকল শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার যেমন অসুস্থ হয়ে পড়ে থাকলে তাদেরকে আর্থিক সহায়তা করা হবে, শ্রমিক ভাইদের সন্তানদের লেখাপড়া করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হবে, এবং বৈষম্য দূর করে সকল কে নিয়ে একটি সুসংগঠিত আধুনিক রাজমিস্ত্রী ও ইলেকট্রনিক্স শ্রমিক ইউনিয়ন সংগঠন গরবো।
আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনগুলোতে শ্রমিক ভাইদের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দিন যাব বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।