এস এম পারভেজ তালুকদার।
২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বিকৃত, যা বিশ্বের বিভিন্ন দেশে ভাষা ও সংস্কৃতি বৈচিত্র সংরক্ষনের প্রতিক হিসেবে পালিত হয়, আজকের এইদিনে ১৯৫২ সালে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাধারন মানুষ আন্দোলন করেন। পুলিশের গুলিতে শহীদ হন, সালাম, রফিক, শফিক, বরকত, জব্বার সহ অনেক ছাত্র জনতা শহীদ হন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা ভাষা পাকিস্তানের রাষ্টভাষা হিসেবে স্বিকৃতি পায়। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বিকৃতি দেন। ২০০০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে মাতৃভাষার গুরুত্ব বোঝাতে এই দিনটিকে পালন করা হয়। তারই ধারাবাহিকতায় গুরুদাসপুর উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে সকাল ৭ টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেব।
এসময় উপস্থিত ছিলেন, ওমর আলী শেখ, সাবেক সাধারন সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি। মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, নুরুল ইসলাম, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা কৃষকদল, আনিসুর রহমান আনিস, গুরুদাসপুর উপজেলা কৃষকদল, রাজু আহম্মেদ, সভাপতি, খুবজিপুর ইউনিয়ন যুবদল, মনিরুজ্জামান হেনা, সাবেক সভাপতি, ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, শাহীন কাওছার, সাবেক সাধারন সম্পাদক, ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল সহ সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত হয়।