অন্যান্য

গুরুদাসপুর উপজেলার ২ টি ইউনিয়নে VWB এর লটারী অনুষ্ঠিত।

  প্রতিনিধি 24 June 2025 , 9:20:37 প্রিন্ট সংস্করণ

এস এম পারভেজ তালুকদার

আজ ২৪/৬/২৫ ইং মুঙ্গলবার সকাল ১০ টার সময় গুরুদাসপুর উপজেলার ৩ নং খুবজীপুর ইউনিয়ন পরিষদে VWB এর সুবিধাভোগী মানুষের অনলাইন আবেদন মোট সংখ্যা ৯৬৯ জন শেষে দুর্নীতি ও অনিয়ম রোধে সরাসরি লটারীর মধ্যে দিয়ে নাম ঘোষণা করা হয়েছে এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ, এছাড়াও উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মোছাঃ রেখা মনি, মোঃ মনিরুল ইসলাম দোলন, খুবজীপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আজাহারুল ইসলাম, সহ অত্র পরিষদের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এসময় মোট সুবিধাভোগী মোট ৯ টি ওয়ার্ডে ৪১৫ জন VWB এর লটারীর মধ্যে দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। একি সঙ্গে বিয়াঘাট ইউনিয়ন পরিষদে দুপুর ১২ টার সময় বিয়াঘাট ইউনিয়নের ৯ ওয়ার্ডে সুবিধাভোগী VWB এর অনলাইন আবেদন শেষে লটারীর মধ্যে দিয়ে নাম ঘোষণা করা হয়েছে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ, মোঃ মিজানুর রহমান সুজা, চেয়ারম্যান বিয়াঘাট ইউনিয়ন পরিষদ, সচিব মোঃ আব্দুল হান্নান, সহ পত্র পরিষদের ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা ইউপির সদস্য সহ রাজনৈতিক বিভিন্ন বিভিন্ন দলীয় নেতাদেরা এসময় উপস্থিত ছিলেন। বিয়াঘাট ইউনিয়ন পরিষদে মোট অনলাইন আবেদন ১২২৩ জন এবং লটারীতে নাম ঘোষণা করা হয় মোট ৪১৫ জন সুবিধাভোগী VWB মানুষের।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ