অন্যান্য

গুরুদাসপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত

  প্রতিনিধি 26 March 2025 , 5:24:32 প্রিন্ট সংস্করণ

 

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি, এস এম পারভেজ তালুকদার।

 

গুরুদাসপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়।

 

সূর্যোদয়ের সাথে সাথেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তলোন শেষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

জাতীয় পতাকা উত্তোলন করেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।

 

এসময় উপস্থিত ছিলেন, মোঃ আসাদুল ইসলা, সহকারী কমিশনার (ভূমি), মোঃ এ. এস. এম. আলমাস, গুরুদাসপুর উপজেলা সাস্থ্য কর্মকর্তা, গুরুদাসপুর থানা অফিসার ইনচার্য গোলাম সারওয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আক্তার, মৎস্য কর্মকর্তা রতন সাহা, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আমিনুর রশিদ, পানি সম্পদ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান প্রমুখ সহ গুরুদাসপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গুরুদাসপুর উপজেলা প্রশাসনিক ভবন চত্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্টিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

 

জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া/প্রার্থনা ব্যাবস্থা করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ