প্রতিনিধি 9 August 2025 , 3:25:48 প্রিন্ট সংস্করণ
এস এম পারভেজ তালুকদার,
গুরুদাসপুর
গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন।
খেলাধুলার মানোন্নয়নে নাটোরের গুরুদাসপুরে ‘উপজেলা মিনি স্টেডিয়াম’সহ দেশের ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ( ৯ আগষ্ট) সকাল ১১টার দিকে নাটোর সদর মিনি স্টেডিয়ামের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
উদ্বোধনের পরপরই ভার্চুয়ালের মাধ্যমে গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়ামসহ ১৩ টি স্টেডিয়ামের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।
উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো.আসাদুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম ও উপজেলা ক্রীড়া ব্যক্তিত্বরা। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।