অন্যান্য

গোবিন্দের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর স্ত্রী

  প্রতিনিধি 23 August 2025 , 7:30:54 প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ আর তাঁর স্ত্রী সুনিতা আহুজা প্রায় ৩৭ বছর ধরে সংসার করছেন। রুপালি পর্দায় আসার আগেই প্রেমিকার হাত ধরে ঘর বাঁধেন গোবিন্দ। তবে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে অনেক বছর পর। এত দীর্ঘ সময় একসাথে কাটানোর পরেও সম্প্রতি শোনা যাচ্ছে, দাম্পত্যেহাউটার ফ্লাইয়ের এক প্রতিবেদনে প্রকাশ, গত বছরের ৫ ডিসেম্বর ২০২৪-এ বান্দ্রার পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জমা দেন সুনিতা। আদালত থেকে সমন পাঠানো হলেও উপস্থিত হননি গোবিন্দ, এমনকি কাউন্সেলিং অধিবেশনেও যোগ দেননি তিনি। অন্যদিকে, প্রতিবার নিয়মিত আদালতে হাজিরা দিয়েছেন সুনিতা।

সুনিতার অভিযোগ, স্বামী গোবিন্দ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তাই তিনি আর তাঁর সঙ্গে সংসার চালিয়ে যেতে চান না। এই সন্দেহ ও ক্ষোভের ইঙ্গিত পাওয়া গিয়েছিল সুনিতার ইউটিউব ভিডিওতেও।

সেখানে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমি ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করছি, আমার সংসার যেন টিকে যায়। মা-কে আমি বিশ্বাস করি। আমার ঘর ভাঙার চেষ্টা করলে মা কালী তার গলা কেটে দেবেন।’

আরও যোগ করেন, ‘যে আমাকে আঘাত করবে, আমার সংসার ভাঙবে—তার কখনোই ভালো হবে না। একজন ভালো মানুষকে এভাবে কষ্ট দেওয়া উচিত নয়। আমি এখন আর কাউকে বিশ্বাস করতে পারি না।’এমনকি তিনি স্পষ্ট জানিয়ে দেন, কয়েক মাস ধরেই তিনি ছেলে-মেয়েকে নিয়ে আলাদা থাকছেন। চলতি বছর জন্মদিনও একা কাটান সুনিতা—যদিও প্রতিবছরই একা থাকেন, কিন্তু এবারের অভিব্যক্তিতে স্পষ্ট হতাশার ছাপ চোখে পড়ে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ