অন্যান্য

গোমস্তাপুরের বাঙ্গাবাড়ী ইউনিয়নে আসামি ধরতে গিয়ে ছয় পুলিশ সদস্য আহত

  প্রতিনিধি 1 November 2024 , 4:23:18 প্রিন্ট সংস্করণ

Oplus_131072

আনোয়ার হোসেন, 

গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জ জেলায় গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে ওয়ারেন্ট হওয়া আসামি ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ৭ পুলিশ সদস্য গতকাল বৃহস্পতিবার (৩১ শে অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ৬টার সময় বাংঙ্গাবাড়ী ইউনিয়নে সন্তোষপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোমস্তাপুর থানার এসআই আবুল কালাম আজাদ জানান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার নেতৃত্বে সাদা পোশাকের সাতজন পুলিশ সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালতের ওয়ারেন্ট ভুক্ত দুর্ধর্ষ আসামি বাঙ্গাবাড়ী ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মন্টুকে আটক করতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী সহ আসামীর সহযোগীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি মারধর করে এবং আসামিকে ছিনিয়ে নেয় এ সময় আক্রমণের শিকার হন ছয় জন পুলিশ সদস্য । দুই জন গুরুতর জখম হয়,ও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে জীবন রক্ষা করে এ সময় আসামি পক্ষের লোকজন তাদের ব্যবহৃত সিএনজি গাড়িটি ভাঙচুর করে পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

আসামিপক্ষের আক্রমণের শিকার হওয়া পুলিশ সদস্যরা হচ্ছে এসআই তারেক ,দেলোয়ার ,আবুল কালাম আজাদ ,কনস্টেবল আনিস শামীম ও মানিক আহত পুলিশ সদস্যরা রাতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

আসামিপক্ষের আক্রমণের শিকার হওয়া পুলিশ সদস্যরা হচ্ছে এসআই তারেক ,দেলোয়ার ,আবুল কালাম আজাদ ,কনস্টেবল আনিস শামীম ও মানিক আহত পুলিশ সদস্যরা রাতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।পরে যৌথ বাহিনীর অভিযানে হামলায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ