অন্যান্য

গোমস্তাপুরে কৃষকদলের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

  প্রতিনিধি 3 September 2025 , 1:18:22 প্রিন্ট সংস্করণ

আনোয়ার হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা কৃষকদলের উদ্যোগে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। উপজেলা কৃষকদলের সভাপতি আনারুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোয়াড় মোড়ে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এসময় হাজারো নেতাকর্মীর স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক তৌসিকুল ইসলাম তৌসি। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব দূরুল হুদা। বক্তারা শহিদুল ইসলাম বাবুলের মুক্তিকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি ইতিবাচক অগ্রযাত্রা হিসেবে অভিহিত করেন এবং কৃষকদলসহ বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু), রহনপুর পৌর কৃষকদলের আহ্বায়ক তোহরুল ইসলাম, পৌর কৃষকদলের সদস্য সচিব হামিদুর রহমান রুবেল, রহনপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জোহরুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা, রাধানগর ইউনিয়নের সভাপতি মসিদুর রহমান ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমান, পার্বতীপুর ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর কৃষকদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শহিদুল ইসলাম বাবুলের মুক্তি গোমস্তাপুরসহ সারাদেশের কৃষকদল ও বিএনপির নেতাকর্মীদের নতুন উদ্দীপনা দিয়েছে।

আলোচনা সভা শেষে শহিদুল ইসলাম বাবুলের মুক্তির জন্য আনন্দ উদযাপন ও ভবিষ্যৎ আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করেন নেতাকর্মীরা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ