নিজস্ব প্রতিবেদক গোমস্তাপুর।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জন নারী রয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রহনপুর পৌর এলাকার পুরাতন বাজারের বাসিন্দা মৃত আজহারউদ্দীন টুনু মিয়ার উত্তরাধিকারীদের সঙ্গে মিরাপুর গ্রামের কিছু বাসিন্দার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একটি মামলা চলমান ছিল। সম্প্রতি আদালত টুনু মিয়ার উত্তরাধিকারীদের পক্ষে রায় দেন।
রায় পাওয়ার পর বৃহস্পতিবার সকালে টুনু মিয়ার ছেলে ও রহনপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মানিক দলবল নিয়ে বিরোধপূর্ণ জমিতে গিয়ে দখল নিতে গেলে গ্রামবাসী বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়, যা রণক্ষেত্রে রূপ নেয়। লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ একে অপরের ওপর চড়াও হয়।
সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৩০ জন আহত হন। পরে আহত গ্রামবাসীরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানেও তাদের ওপর হামলার অভিযোগ পাওয়া যায়।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম জানান, সংঘর্ষে আহত হয়ে মোট ২৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে হামলার ঘটনায় পুলিশ হাসপাতাল চত্বর থেকে ৭ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংঘর্ষ নিয়ে সাবেক কাউন্সিলর মানিকের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।