অন্যান্য

গোমস্তাপুরে নয় বছরের শিশু নিখোঁজ, পরিবারের উদ্বেগ

  প্রতিনিধি 11 September 2025 , 8:05:36 প্রিন্ট সংস্করণ

আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে নয় বছরের এক কন্যাশিশু গত ১০ সেপ্টেম্বর দুপুরে নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুর নাম রুসমিতা (৯)। তার পিতা মো. রহিম আলী ও মাতা মোসা. মুনমুন।

পরিবার সূত্রে জানা যায়, ১০/০৯/২০২৫ তারিখ দুপুর ১২টার দিকে রুসমিতা হঠাৎ করেই বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

নিখোঁজ রুসমিতার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৪ ফুট, পরনে ছিল লাল রঙের ফুলের জামা (কালো কলার ডিজাইন)।

এ ঘটনায় রুসমিতার পরিবার গভীর উদ্বেগে রয়েছে। কেউ তার সন্ধান পেলে দ্রুত গোমস্তাপুর থানার দেয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ নম্বর: ০১৩২০-১২৫৬২১
অফিসার ইনচার্জ, গোমস্তাপুর থানা

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ