সারাদেশ

গোমস্তাপুরে পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু 

  প্রতিনিধি 8 May 2025 , 7:04:53 প্রিন্ট সংস্করণ

আনোয়ার হোসেন,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় পাওয়ার টিলারের ধাক্কায় মতিন মন্ডল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রহনপুর-যাতাহারা সড়কের ডোবার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রী মতিন মন্ডল গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামের শ্রী জটলা মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে,শ্রী মতিন মন্ডল বাজার করার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে যাতাহারার দিকে যাচ্ছিলেন। পথে ডোবার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, সড়কে কৃষিযন্ত্রের বেপরোয়া চলাচল এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ