অন্যান্য

গোমস্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবিতে প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন

  প্রতিনিধি 18 November 2024 , 7:02:32 প্রিন্ট সংস্করণ

আনোয়ার হোসেন 

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে দশম গ্রেডের জন্য আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার বক্তব্য ও প্রত্যাহার ও পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক বৃন্দের পক্ষে উপজেলা সমন্বয়ক রুহুল আমিন শিহাব। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুহুল আমিন, উম্মে আবেহা রইসুদ্দিন বিপ্লব ও আমির হোসেন। সংবাদ সম্মেলনে তারা জানায়,প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ভাতা অষ্টম পে স্কেলের দশম গ্রেডে উন্নীত করার দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছিল শিক্ষকরা।তাদের দাবির বিষয়টি আমলে নিয়ে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকার কি পরামর্শ কমিটি গঠন করেছে।গত ১৭ নভেম্বর রোববার শিক্ষকদের সঙ্গে পরামর্শক কমিটির বৈঠক চলাকালীন মাননীয় উপদেষ্টার দশম গ্রেড বাস্তবায়ন নিয়ে নেতিবাচক মন্তব্যে আন্দোলনরত শিক্ষকরা মর্মাহত হয়েছেন। এ ঘটনায় তারা তার বক্তব্য প্রত্যাহার ও পদত্যাগের দাবি জানান।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ