প্রতিনিধি 23 August 2025 , 1:37:53 প্রিন্ট সংস্করণ
আনোয়ার হোসেন গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বারোমাসি জাতের আম। উপজেলার বিভিন্ন স্থানে কৃষি উদ্যোক্তারা বাণিজ্যিকভাবে চাষ করছেন ‘কাটিমন’ জাতের আম, আর এরই মধ্যে তারা পেয়েছেন আশাতীত সাফল্য।
কৃষকদের দাবি, বারোমাসি আম চাষ করে তারা বেশ লাভবান হচ্ছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সঠিক পরিচর্যার ফলে ফলন হচ্ছে ভালো এবং বছরজুড়ে আম উৎপাদনের সুযোগ থাকায় বাড়ছে বাজারজাতকরণের সুযোগও। শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন জেলায়ও এই আমের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, “বারোমাসি আম চাষ সম্প্রসারণে আমরা কৃষকদের পাশে রয়েছি। নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি পরামর্শ প্রদান করে তাদের আরও বেশি উৎপাদন ও লাভবান হতে সহায়তা করা হচ্ছে।”
এদিকে উপজেলার তরুণ প্রজন্মও এই চাষাবাদে আগ্রহী হয়ে উঠছে। প্রতিনিয়ত গড়ে উঠছে নতুন নতুন উদ্যোক্তা। কৃষকরা আশা করছেন, যদি সরকারি সহযোগিতা বাড়ে, তবে গোমস্তাপুর খুব শিগগিরই দেশের বারোমাসি আম উৎপাদনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে।